কবি এর কবিতা: স্বপ্নের গঙ্গাবর্দ্দী 1023 0
স্বপ্নের গঙ্গাবর্দ্দী
স্বপ্নের গঙ্গাবর্দ্দী
কবি ,প্রিন্স রহমান সবুজ
ছোট্ট গ্রাম গঙ্গাবর্দ্দী - কুমার নদীর তীরে,
স্বপ্নে মাঝে হেটে চলি সেই মেঠোপথ,বৃক্ষ সাড়ি নিড়ে।
কতদিন ধরে যাইনি সেই, আমের বন, সরিষা ক্ষেত, খেলার মাঠ!
খেঁজুর রসের গুড়, পিঠাই, বাঙ্গড়ি, দেখা হয়নি পীরের বাড়ির হাট।
নদীর পাড়ে সবুজে মোড়ানো গ্রামের দৃশ্যপট, ছোট্ট গঙ্গাবর্দ্দী,
স্বপ্নের আদ্যোপ্রান্তে সবুজ ঘাস, ফরিং গাঁদাফুলের উৎপত্তি।
বাড়ির পশ্চিম পার্শ্বে ছোট্ট দোকান আড্ডায় মাতিয়েছি প্রতিদিন!
দোকানের পাশে ছোট্ট মাঠে ক্রিকেট জ্বমে, খেলায় খেলায় সারাদিন।
বিকেল বেলা রোদ্দুরে ছায়া দিঘির পাড়ের মাঠে করতাম খেলা,
বেলা ডুবি পথে ফোনের ফ্লাশের আলোয় খেলা হতো, কেউ ছাড়িত না হেলা।
মনে পরে সেই স্মৃতি ঘেরা বন্ধুদের দল, বড়দের ভালোবাসা,
মনে পরে আশেপাশের গ্রামের ঘন কাল , শাফিয়া শরিফের মেলা।
পাঁচ টাকায় পাওয়া তুফান ঝালমুড়ি, জামালের বেগুনির চপ,
ভুলিনি কোন গ্রামের রাস্তা, নিঃশ্বাসে বাতাসে মিশে রয়েছে কত স্বাদ।
নাইতে নামা হয়নি গাঙের পানিতে, কতদিন যায়নি মাছ ধরা বিলে,
শাপলা ফুল, কচুরি ফুল,সবুজ প্রকৃতির মাঝে মুগ্ধ সৌন্দর্য দৃশ্য কুমার নদীর ঝিলে।
আজও মনের মাঝে সাড়া দিয়ে যায় গঙ্গাবর্দী, শাফিয়া শরীফ, দুর্গাবতী গ্রাম!
সুতারকান্দি, বাজিতপুর, রাজৈর, টেকেরহাট প্রান্ত জুড়ে জীবন্ত সুরের গান।
দূর থেকে সাড়া দিয়ে যায়, মন টানে গ্রামের পাখপাখালির নিকট,
ফিরে আসবো আমি আবার ছোট্ট গঙ্গাবর্দী, শ্যামলী হৃদয়ে মাটি, মানুষ প্রেক্ষাপট।